• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৪

বিপিএলে প্রথম দিনেই বৃষ্টির শঙ্কা: অনলাইনে টিকিট কাটবেন যেভাবে

অনলাইন ডেস্ক
বিপিএলে
print news -

বিপিএলে প্রথম দিনেই বৃষ্টির শঙ্কা: ঢাকাসহ সারাদেশে গত কয়েকদিন ধরেই চলছে তীব্র শীতের মহড়া। দিনের বেলায় সূর্য উঁকি দেয়ার চেষ্টা করলেও হারিয়ে যাচ্ছে নিমিষেই। এ দিকে বৃষ্টির ফোটাও আসি আসি করছে। ঠিক এমন সময়ে শুরু হচ্ছে বাংলাদেশের একমাত্র ও সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। যেখানে উদ্বোধনী দিনেই বৃষ্টিার শঙ্কা রয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হবে বিপিএলে দশম আসর। উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুর্দান্ত ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স।
তবে বিপিএল শুরুর আগে রয়েছে বৃষ্টির শঙ্কা। ঢাকায় শীতের মধ্যেই আকাশের মেঘ বৃষ্টির বার্তা নিয়ে এসেছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার বলছে, উদ্বোধনী ম্যাচের আগেরদিন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকায় ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অবশ্য বৃষ্টির এমন চোখ রাঙানো খবর নেই। বরং দেখা যেতে পারে সূর্যের আলো। সেইসঙ্গে আকাশে হালকা মেঘ থাকবে এবং বৃষ্টি নামার সম্ভাবনা থাকবে ২৫ শতাংশ।
এ দিকে আবহাওয়া অফিসের খবরেও বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এবারের বিপিএলের প্রথম পর্বের খেলাগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সাত দলের এই টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত মোট ম্যাচ সংখ্যা ৪৬টি। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই দিনের ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। শুক্রবার (উদ্বোধনী ম্যাচ ছাড়া) দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। আর রাতের ম্যাচ সন্ধ্যা ৭টায়। ১ মার্চ অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।

বিপিএলের টিকিট কাটবেন যেভাবে:

বিপিএলের এবারের আসরে রাখা হয়েছে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা। ঘরে বসে টিকিট কাটা যাবে সহজেই। যদিও টিকিট সংগ্রহ করতে হবে স্টেডিয়াম থেকেই। ইতিমধ্যে প্রথম দিনের দুই ম্যাচের টিকিট উন্মুক্ত করা হয়েছে। ১৯ তারিখের সেই ম্যাচের টিকিট কাটা যাবে আজ রাত ১১টা ৪৫ পর্যন্ত।

ঘরে বসে অনলাইনে বিপিএলের টিকিট কাটতে হলে চলে যেতে হবে  https://ticket.tigercricket.com.bd/ এই ওয়েব অ্যাড্রেসে। সেখানে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, ফোন নম্বর এবং ইমেইল দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরেই আপনার ফোনে একটি ৮ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হবে। যার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

এরপরেই স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে টিকিট কেনার অপশনে। যেখানে শুরুতে কোন গ্যালারিতে বসবেন তা ঠিক করতে হবে। এরপরেই তা চলে যাবে পেমেন্ট গেটওয়েতে। এখানে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের তথ্য প্রদানের মাধ্যমে টিকিট কেনা সম্পন্ন হবে।

এরপরেই আপনার ফোনে বিসিবির পক্ষ থেকে একটি টিকিট কোড দেওয়া হবে। ম্যাচের দিন স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টার বুথে এই কোড এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।

এবারের বিপিএলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়।

নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডে বসেই বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা।

আরও পড়ুন

  • খেলাধুলা এর আরও খবর

[youtube-feed feed=1]