বিজ্ঞাপনে জুটি বাঁধছেন ইমন-শখ
মোবাইল অপারেটর কম্পানি বাংলা লিংকের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে রাতারাতি তারকা বনে যান ইমন, নিরব, সারিকা ও শখ। এর পরে ইমনের সঙ্গে আরো কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করেছিলেন শখ। কয়েকটি টেলিভিশন অনুষ্ঠানেও অতিথি হয়েছিলেন তাঁরা। দেশের নানা প্রান্তে স্টেজ শোতেও পারফরম করেছেন।
তবে ২০১৯ সালের পর থেকে একসঙ্গে কোনো নাটক বা বিজ্ঞাপনচিত্রে দেখা যায়নি তাঁদের। খবরটি নিজেই জানালেন ইমন। বলেন, ‘২০২০ ও ২০২১ সালে করোনার প্রকোপের কারণে কেউ-ই কাজ করতে পারিনি। ২০২২ সালে হয়তো দু-একটি স্টেজ শোতে আমরা হাজির হয়েছিলাম।
তবে নাটক বা বিজ্ঞাপন করা হয়নি। এবার সায়মন তারিক ভাই প্রস্তাব দিলেন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার। মনে হলো অনেক দিন শখের সঙ্গে কাজ হয়নি, লম্বা একটা বিরতি পড়েছে। এবার সেই বিরতির অবসান হোক।
আজ (বৃহস্পতিবার) এফডিসিতে আমরা শুটিং করব। ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।’পরিচালক সায়মন তারিক বলেন, ‘ইমন ও শখের জনপ্রিয়তা এখনো রয়েছে। আমি যখন কম্পানিকে তাদের কথা বলেছি তারাও রাজি হয়েছে। এফডিসিতে অনেক বড় একটা সেট নির্মাণ করে শুটিং করছি।
বিজ্ঞাপনচিত্রটিতে আরো থাকবেন দিলারা জামান ও আবুল হায়াত। একটি পারিবারিক গল্পে বিজ্ঞাপনটি তৈরি হচ্ছে। পণ্যটি একটি খাবারের। বাংলাদেশের ঘরে ঘরে পণ্যটি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছি। বর্তমান প্রজন্মের ইমন-শখকে যেমন সবাই পছন্দ করেন, তেমনি দিলারা জামান ও আবুল হায়াত সবার কাছে শ্রদ্ধার পাত্র। এই চারজনের সমন্বয়ে দারুণ একটা বিজ্ঞাপনচিত্র উপহার দিতে চেষ্টা করব।’