০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ডাচ সংস্করণ ই-বুকে

print news -

এ সভায় ইয়ান প্রংক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ডাচ সংস্করণে ই–ভার্সন ১৪৬টি ই–বুক সাইট বা মার্কেটপ্লেসে অবমুক্ত করেন। ফলে আজ থেকে দুনিয়ার যেকোনো প্রান্তে ডাচভাষী মানুষ সামান্য মূল্যে ডাচ সংস্করণটি কিনতে পারবেন। ২০২১ সালে মূল ডাচ সংস্করণটি (হার্ড কপি) উন্মুক্ত করার পর বাংলাদেশ দূতাবাস এক বছর ধরে এ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নেয়। এর ফলে বঙ্গবন্ধুর বইটির যেকোনো সংস্করণের এটিই একমাত্র ডিজিটাল ভার্সন হিসেবে পাওয়া যাবে। বইটির ই–ভার্সন উদ্বোধন উপলক্ষে অনূদিত ডাচ বইটির বিশেষ অংশ থেকে চারটি পডকাস্ট সবার জন্য উন্মুক্ত করা হয়, যা দূতাবাসের ওয়েবসাইটে আছে।

অনুষ্ঠানের পরে রাষ্ট্রদূত, কূটনীতিক ও ডাচ অতিথিদের ‘হাসিনা: আ ডটার’স টেল’ প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি

ট্যাগঃ

সিলেটে মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা শুরু ১৫ এপ্রিল সোমবার

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ডাচ সংস্করণ ই-বুকে

প্রকাশিত হয়েছেঃ ১১:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
print news -

এ সভায় ইয়ান প্রংক বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ডাচ সংস্করণে ই–ভার্সন ১৪৬টি ই–বুক সাইট বা মার্কেটপ্লেসে অবমুক্ত করেন। ফলে আজ থেকে দুনিয়ার যেকোনো প্রান্তে ডাচভাষী মানুষ সামান্য মূল্যে ডাচ সংস্করণটি কিনতে পারবেন। ২০২১ সালে মূল ডাচ সংস্করণটি (হার্ড কপি) উন্মুক্ত করার পর বাংলাদেশ দূতাবাস এক বছর ধরে এ উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের পদক্ষেপ নেয়। এর ফলে বঙ্গবন্ধুর বইটির যেকোনো সংস্করণের এটিই একমাত্র ডিজিটাল ভার্সন হিসেবে পাওয়া যাবে। বইটির ই–ভার্সন উদ্বোধন উপলক্ষে অনূদিত ডাচ বইটির বিশেষ অংশ থেকে চারটি পডকাস্ট সবার জন্য উন্মুক্ত করা হয়, যা দূতাবাসের ওয়েবসাইটে আছে।

অনুষ্ঠানের পরে রাষ্ট্রদূত, কূটনীতিক ও ডাচ অতিথিদের ‘হাসিনা: আ ডটার’স টেল’ প্রদর্শন করা হয়। বিজ্ঞপ্তি