• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৪ নভেম্বর, ২০২৪

পল্লীবাউল লোক সংগীতালয়ের ২১ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন

অনলাইন ডেস্ক
WhatsApp Image 2024 11 04 at 22.06.57 b9bd624e -
print news -

সোমবার (৩ সেপ্টেম্বর) বিয়ানীবাজার বৈরাগীবাজার পল্লীবাউল লোক সংগীতালয় কার্যলয়ে ঝাকঝমক ভাবে প্রতিষ্ঠা বাষীকি পালন হয়েছে।WhatsApp Image 2024 11 04 at 22.07.39 e9ba0597 -

সংগঠনের সহ সাধারন সম্পাদক সাংবাদিক এম.এ ওমরের উপস্থাপনা ও প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মানিকের সভাপত্বিতে প্রাধন অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।

<iframe width=”460″ height=”315″ src=”https://www.youtube.com/embed/M9ImKj2qFsg?si=zvg8Ja7sd75BdlRP” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>

পল্লীবাউল লোক সংগীতালয় কার্যলয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোপাল দাসের স্বাগত বক্তব্যে সংগঠনের বিগতদিনের সামাজিক উন্নয়ন বর্ণনা তুলে দরেন।

সংগীত চর্চার পাশাপাশি সামাজিক কাজ চলমান রাখায় সংগঠনের প্রতি প্রসংসা করেন ,ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের  পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কামরুজ্জামান মুহিত।

দীর্ঘ ২১ বছর থেকে একটি সংগঠন এভাবে সংগীতের পাশা পাশি সামাজিক কাজ করা এবং সংগঠনের সকল সদস্যকে এককত্রি রাখায় প্রতিষ্ঠাতা সভাপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বাফুফের তালিকা ভুক্ত রেফারী লুৎফুর রহমান।

সংগঠটির জন্মলগ্ন থেকে আজ ছিলাম এবং আগামীতেও সংগঠনের সকল সামাজিক কাজে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা।

মানুষের মনের উন্নয়ন করতে হলে সকলের সংস্কৃতিক চর্চা করতে হবে বলে মনে করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামিম।

আলোচনা সভা শেষে সংগঠনের এক সদস্য প্রবাস যাত্রা উপলক্ষে দেওয়া হয় সবংর্ধনা এবং সকল সদস্যদের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মানিক কে দেওয়া হয় সম্মাননা স্বারক।

এসময় উপস্থিত ছিলেন, কবি, গীতিকার ও সুরকার আজিজ ইবনে গনী, শিল্পী বাউল মেহেদী সরকার, শিল্পী ইকবাল হোসেনসহ আরো অনেক শিল্পীবৃন্দ এবং পল্লী বাউল লোক সংগীতালয়ের সকল সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

[youtube-feed feed=1]