নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের নব নিয়োগপ্রাপ্ত লেফটেনেন্ট বিলাল উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া (নওয়াগাঁও ) গ্রামের মরহুম সিরাজ উদ্দিন ও শামসুন্নাহারের ৫ম পুত্র। ছাত্রজীবন থেকেই বিলাল উদ্দিন অত্যন্ত মেধাবী ছিলেন। ১৯৯৪ সালে অষ্টম শ্রেণীতে বিয়ানীবাজার উপজেলা থেকে একমাত্র টেলেন্টপুলে বৃত্তি লাভ করেন।
এছাড়াও তিনি ১৯৯৭ সালে বিয়ানী বাজার উপজেলার ঐতিয্যবাহি প্রতিষ্ঠান বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় থেকে ৬ টি বিষয়ে লেটার মার্কসহ স্টার মার্ক পেয়ে এসএসসি পরীক্ষায় বিয়ানীবাজার থানায় প্রথম এবং ১৯৯৯ সালে এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন । পরে তিনি ভারতের ব্যাঙ্গালুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার এপ্লিকেশনে গ্রাজুয়েশন করে ২০০৪ সালে আমেরিকায় পাড়ি জমান। এদিকে তিনি ২০১১ সালে নিউইর্য়ক পুলিশ বিভাগে যোগ দেয়ার পূর্বে সিটি ইউনিভার্সিটি অব নিউইর্য়ক থেকে ফলিত গণিতের উপর দ্বিতীয় স্নাতক ডিগ্রী অর্জন করেন।
লেফটেনেন্ট বিলাল উদ্দিন এক মেয়ে রাহা উদ্দিন ও এক ছেলে ওমরান উদ্দিন এবং সহধর্মিনী ফৌজিয়া বেগমকে নিয়ে ব্রংক্সে বসবাস করেন।
বিলাল উদ্দিন জানান, তার এই সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে অনেক চেষ্টা, ত্যাগ, তিতিক্ষা, লাঞ্ছনা, বঞ্চনা এমনকি আঘাত ও প্রতিঘাত ।
আমার এ সফলতার পিছনে আমার পরিবারের ত্যাগ ও বন্ধু, সহকর্মী ডিটেকতিভ ইকবাল, ব্রঙ্কস কমিউনিটি এবং প্রাণের এলাকা বিয়ানীবাজার-সিলেট তথা সমগ্র বাংলাদেশী কমিউনিটির অনুপ্রেরণা অনস্বীকার্য ।
বাঙ্গালীর মান মর্যাদা সমুন্নত রেখে সব সময় ন্যায়ের পক্ষে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানি তিনি সকলের দোয়া চেয়েছেন।
এদিকে এনওয়াইপিডিতে বিলাল উদ্দিনের এই অনন্য কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটি, বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এবং এসএসসি-৯৭ ও এইচএসসি- ৯৯ বাংলাদেশ ব্যাচের বন্ধুরাসহ আরও অনেকে।
উল্লেখ্য, বর্তমানে এনওয়াইপিডির সদস্য সংখ্যা প্রায় ৩৬ হাজার।নিয়মিত বাহিনীতে প্রায় আট শতাধিক বাংলাদেশি রয়েছেন ।
[youtube-feed feed=1]