নিউজ ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ–২) এইচএসসি প্রোগ্রামে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে (২০২৪ ব্যাচ) ভর্তির কার্যক্রম শুরু করেছে।
সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে কর্মরত/বসবাসরত বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহীগণ সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন।
ভর্তির যোগ্যতা: এসএসসি/দাখিল/ও–লেভেল বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশের নাগরিক হিসেবে সৌদি আরব/কাতার/কুয়েত/সংযুক্ত আরব আমিরাত/দক্ষিণ কোরিয়া/ইতালির অভিবাসী বা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে।
ভর্তি ফি: ১ম বর্ষে ভর্তির জন্য শিক্ষার্থীকে ১৮০ মার্কিন ডলার এবং ২য় বর্ষের জন্য শিক্ষার্থীকে ১৬৫ মার্কিন ডলার জমা দিতে হবে। ১ম বর্ষে ভর্তির সময় ১ম বর্ষের নির্ধারিত ফি এবং দ্বিতীয় বর্ষে ভর্তির সময় দ্বিতীয় বর্ষের নির্ধারিত ফি জমা দিতে হবে।
রেজিস্ট্রেশনের মেয়াদ: এই প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৫ বছর। অর্থাৎ দুই বছরের আগে কোনো শিক্ষার্থী এটি সম্পন্ন করতে পারবেন না। পাঁচটি চূড়ান্ত পরীক্ষার পর কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র: এক কপি ছবি, জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাসের সনদপত্র ও নম্বরপত্রের অনুলিপি, পাসপোর্টের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি (যদি থাকে)।
যোগাযোগ: ১. বাংলাদেশ দূতাবাস: সৌদি আরব/কাতার/কুয়েত/ ইতালি/দক্ষিণ কোরিয়া/সংযুক্ত আরব আমিরাত
২. ডিন, ওপেন স্কুল, বাউবি: dean.os@bou.ac.bd
৩. ইন্টারন্যাশন্যাল একাডেমিক প্রোগ্রাম উইং, বাউবি: iapw@bou.ac.bd
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bou.ac.bd
সুত্র: প্রথম আলো
[youtube-feed feed=1]