• ঢাকা
  • বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৪ নভেম্বর, ২০২৪

তৃণমূলে স্বাস্থ্যের ১৪ হাজারসহ আরও ২ হাজার পদ সৃজন

অনলাইন ডেস্ক
তৃণমূলে স্বাস্থ্যের
print news -

তৃণমূলে স্বাস্থ্যের কর্মীবাহিনীকে শক্তিশালী করতে স্বাস্থ্য খাতে কমিউনিটি পর্যায়ে প্রায় ১৪ হাজার অস্থায়ীভাবে পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির এ অর্থবছরে এটি প্রথম সভা ছিল। সভায় আরও ৯টি মন্ত্রণালয়/বিভাগের পদ সৃজন ও পদনাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় ২০ জনের বেশি সচিব অংশ নেন।

জানা গেছে, কমিউনিটি ক্লিনিক হলো সরকারের স্বাস্থ্যসেবা কাঠামোর সবচেয়ে তৃণমূল পর্যায়। এখান থেকে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টিবিষয়ক সেবা দেওয়া হয়। মানুষ এসব ক্লিনিক থেকে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ পেয়ে থাকে। জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিকে প্রায় ১৪ হাজার স্বাস্থ্যকর্মী (সিএইচসিপি) নিয়োগ দেয় ২০১১ সালে। যার ফলে গ্রামীণ জনপদের মানুষ হাতের নাগালে পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। তবে এখানে কর্মরত সিএইচসিপিদের গত কয়েক মাস ধরে বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে আন্দোলনও করেছেন। এমন পরিস্থিতিতে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগের উদ্যোগের ফলে ট্রাস্ট আইনে এই প্রায় ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দেয় প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটি। আলোচ্যসূচি থেকে জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ প্রকল্প এবং কমিউনিটি বেসড হেলথ কেয়ার শীর্ষক অপারেশনাল প্ল্যানের আওতায় নিয়োজিত কর্মরত জনবল কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সাংগঠনিক কাঠামোতে ন্যস্তকরণের জন্য অস্থায়ীভাবে ১৩,৯৪৯টি পদ সৃজনের প্রস্তাব অনুমোদন দেন ট্রাস্ট আইনে। সভার আলোচ্যসূচিতে বলা হয়, স্বাস্থ্য সেবা গ্রামীণ জনগণের জন্য গ্রহণযোগ্য ও সহজলভ্য করতে ১৯৯৬ সালে প্রতি ৬,০০০ গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ১টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপনের পরিকল্পনা হয় এবং ১৯৯৮ সালে এর বাস্তবায়ন শুরু হয়।

তৃণমূলে স্বাস্থ্যের কর্মীবাহিনীকে শক্তিশালী করতে স্বাস্থ্য খাতে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮ অনুযায়ী কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। ট্রাস্ট আইনের ২৪ (৩) ধারা অনুযায়ী ৩০ জুন ২০১৫ এ সমাপ্ত দুই প্রকল্পের সব কর্মকর্তা-কর্মচারীর এবং কমিউনিটি ক্লিনিকের সব কর্মচারীর চাকরি স্বয়ংক্রিয়ভাবে ট্রাস্টে ন্যস্ত হইবে।

এ পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জন্য ১৯,৩৮৮টি পদ সুজনের প্রস্তাব করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থবিভাগ অস্থায়ীভাবে ১৩,৯৪৯টি পদ সৃজনে সম্মতি দেয়। অর্থ বিভাগ (বাস্তবায়ন) ১৩,৯৪৯টি পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থবিভাগ অস্থায়ীভাবে পদ সৃজনের সম্মতি দিয়েছে। জানা গেছে, এ ক্লিনিকগুলো শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) ক্লিনিকগুলো পরিচালনা করেন। তাকে এ কাজে সহযোগিতা করেন একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারী।

এ ছাড়াও সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাসুগ্রাম (কার্তিকপুর) মৌজায় স্থাপিত ইলামিত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৫টি পদ সৃজন করা হয়। ফিফর্ম ম্যানেজমেন্ট অ্যান্ড পলিসি রিসার্চ অনুবিভাগের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে ৩টি ক্যাডার পদ সৃজন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১৪ জন ‘সহকারী প্রসিকিউটর’ এর পদনাম পরিবর্তনপূর্বক ‘পরিদর্শক’ হিসেবে নামকরণ এবং বেতন গ্রেড ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণ। সুরক্ষা সেবা বিভাগের কারা অধিদপ্তরের বিভিন্ন ইউনিটের জন্য ৫ ধাপে ১,৮৯৯টি পদ সৃজন এবং তিন ধাপে ৬৪টি পদ বিলুপ্তি অনুমোদন হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৮টি পদ সৃজন। মাদারীপুর জেলার ডাসার, কক্সবাজার জেলার ঈদগাঁও ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৯টি পদ সৃজন, কক্সবাজার জেলাধীন কলাতলীতে কাঁকড়া হ্যাচারি ও নার্সারির জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৭টি পদ সৃজন, স্বাস্থ্যসেবা বিভাগের সাংগঠনিক কাঠামোতে বিদ্যমান অনুবিভাগ, অধিশাখা ও শাখার জন্য ২৩টি এবং আরএম অ্যান্ড পিআর ইউনিটের জন্য ১৬টি পদসহ মোট ৩৯টি পদ রাজস্ব খাতে সৃজন অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আত্তীকরণের আগে কর্মরতদের আত্তীকরণে লক্ষ্যে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩৫টি পদ সৃজন করা হয়েছে।

আরও পড়ুন

[youtube-feed feed=1]