তাফসীরুল কুরআন মাহফিল: প্রতিবারের ন্যায় আবারো আত্মশুদ্ধির আঙিনা বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে বৈরাগীবাজার ইত্তেহাদুল মুসলিমীন পরিষদের উদ্যোগে ১৯ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।
আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারী ২০২৩খ্রি:,রোজ: সোমবার ও মঙ্গলবার বিকেল ২টায় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারের তাওহীদি জনতা ও বৈরাগীবাজার ইত্তেহাদুল মুসলিমীন পরিষদ এর উদ্যোগে ১৯ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
দেশ-বিদেশের খ্যাতিসম্পন্ন ওলামায়ে কেরাম তাতে উপস্থিত থেকে কুরআন হাদিসের আলোকে সারগর্ভ নসিহত পেশ করবেন।
১ম দিন(২০ ফেব্রুয়ারী) সোমবার তাফসীর পেশ করবেন: হযরত মাও: খরশিদ আলম ক্বাসিমী, ঢাকা, হযরত মাও: ফরিদ উদ্দিন আল মোবারক,ফেনী, বিষয়: পিতা মাতার উপর সন্তানের হক,সূরা তাহরীম, আয়াত-০৬। হযরত মাও: খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,ঢাকা, বিষয়: তওবার ফজিলত ও গুরুত্ব, সূরা মায়িদাহ, আয়াত ২০-২৬। হযরত মাও: হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসিমী, ঢাকা, বিষয়: দৈনন্দিন জীবনে স্বামী স্ত্রীর কর্তব্য, সূরা বাক্বারা, আয়াত ১৮৬। হযরত মাও: আমিনুল ইসলাম ক্বাসিমী,ঢাকা, বিষয়: হাশরের ময়দানে ভয়াবহ অবস্থা, সূরা হজ্জ, আয়াত ১-২।
২য় দিন(২১ ফেব্রুয়ারী) মঙ্গলবার তাফসীর পেশ করবেন: হযরত মাও: হাফিজ আব্দুল গফ্ফার রায়পুরী, হযরত মাও: ড: এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, জৈনপুরী, বিষয়: নামাজ পড়ার উপকারীতা ও না পড়ার অপকারীতা, সূরা আনকাতুব, আয়াত-৪৫। হযরত মাও: ক্বারী মাহবুবুর রহমান জিহাদী, চাঁদপুর, বিষয়: মুমিনদের গুনাবলী, সূরা আল মমিনুন, আয়াত ১-১০। হযরত মাও: মুফতি নোমান ক্বাসিমী,ঢাকা, বিষয়: যুব সমাজ ধংস হওয়ার মূল কারন ও প্রতিকার, সূরা আন-নুর, আয়াত ১৯। হযরত মাও: মুফতি মাহমুদুল হাসান ক্বাসিমী,ঢাকা, বিষয়: ইসলামে পর্দার বিধান, সূরা আন নুর আয়াত, ৩-৩১। হযরত মাও: আশেকে এলাহী, নোয়াখালী, বিষয়: রাসুল সা: এর জীবন আদর্শ ও বর্তমান সমাজ, সূরা ফুরকান, আয়াত ৬২। হযরত মাও: ইমরান আজহারী, ঢাকা, বিষয়:ঈমানের অগ্নি পরীক্ষা, সূরা আনকাবুত, আয়াত ২-৩। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন: আলহাজ্ব হযরত মাও: আব্দুন নুর, সভাপতি বৈরাগীবাজার উত্তেহাদুল মুসলিমীন পরিষদ, হযরত মাও: আছার উদ্দিন, সহ সভাপতি বৈরাগীবাজার উত্তেহাদুল মুসলিমীন পরিষদ, হযরত মাও: মাসউদ আহমদ সহ সভাপতি বৈরাগীবাজার উত্তেহাদুল মুসলিমীন পরিষদ। উক্ত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে আপনি / আপনারা সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ রইল।
তাফসীরুল কুরআন মাহফিল: প্রত্যেক মুসলমানকে ইহকালে শান্তি ও পরকালে মুক্তি লাভের জন্য মহান আল্লাহ তায়ালার হুকুম-আদেশ-নিষেধ মেনে চলতে হবে। হযরত মুহাম্মদ সাঃ এর দেখানো সঠিক পথ অনুসরণ করে আমাদের কে ইসলামের দাওয়াত ও প্রচারে নিয়োজিত থাকতে হবে। প্রত্যেক মুসলমানকে নিজ দায়িত্বে মহাগ্রন্থ আল কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তবেই কোরআনের আলোয় সমাজ আলোকিত হবে। শুধু দুনিয়ার পিছনে ছুটলে চলবে না। দুনিয়াদারীর পাশাপাশি আখেরাতের কল্যাণে তাফসীরুল কোরআন মাহফিল এ সবাইকে কাজ করার আহবান জানান বৈরাগীবাজার ইত্তেহাদুল মুসলিমীন পরিষদ এর সকল সদস্যবৃন্দ।
[youtube-feed feed=1]