• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪
সর্বশেষ আপডেট : ৭ অক্টোবর, ২০২৪

জুড়ীতে হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির কমিটি গঠন,সভাপতিঃ আক্কাস-সম্পাদকঃ ইকবাল

অনলাইন ডেস্ক
Messenger creation 6D351AEE F5D5 4BB4 9E38 C32F9F78370E -
print news -

বিশেষ প্রতিনিধি.

সম্প্রতি মৌলভীবাজার জেলার জুড়ীতে হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক সমিতির এর সাধারন সভা অনুষ্ঠিত হয়,

১১ সেপ্টেম্বর ২০২৪ সোমবার রাত ৯ ঘটিকার সময় স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আক্কাস মিয়ার সভাপতিত্বে ও ইকবাল হোসেন এর পরিচালনায় উক্ত সাধারন সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,ঐকতান শিল্পীগোষ্টির সভাপতি মাহবুবুল ইসলাম কাজল,ভবানীগঞ্জবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি,এম এম মহসিন মুহিন , সমাজসেবক আব্দুল বারি কয়সর।

উক্ত সভায় উপস্তিত সকল হোটেল মালিকদের সম্মেতিক্রমে,আক্কাস মিয়াকে সভাপতি, ইকবাল হোসেনকে সাধারন সম্পাদক করে ১৮ সদস্যে বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ সভাপতি,রাম কৃষ্ণপাল,কবির আহমদ,সহ সাধারন সম্পাদক,সিরাজুল ইসলাম,কোষাধক্ষ্য,প্রানকৃষ্ণ পাল,দপ্তর  সম্পাদক বেলাল আহমদ,প্রচার সম্পাদক,কাউসার আহমদ রুবেল,সদস্য,শ্যামল মুধক,সুবোধ দে, আলকাস, মিয়া,মাসুক মিয়া,মুসলেম উদ্দিন,বিধান দাস,আব্দুল মুমিন,জিলান মোহাম্মদ, বিধান দেবনাথ,শাহিন আহমদ।#TI

আরও পড়ুন

  • মৌলভীবাজার এর আরও খবর

[youtube-feed feed=1]