বিশেষ প্রতিনিধি.
মৌলভীবাজারের জুড়ীতে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া জুড়ী উপজেলা শাখা সোমবার সকালে জুড়ী শিশু পার্কে আলোচনা সভা, র্যালি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলপাহ জুড়ী শাখার সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, মাওলানা আনফর আলী, হাফিজ মোহাম্মদ আলী, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মাওলানা মইনুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী শহর শাখার সভাপতি মাহবুবুল ইসলাম আয়াজ, সাধারণ সম্পাদক এম এ মকসুদ জুনেদ প্রমুখ।
সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে খন্ড খন্ড মিছিল এসে শিশু পার্কে জড়ো হয়। দুপুর ২ঘটিকায় আয়োজক সংগঠনের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মুসল্লীদের অংশগ্রহণে বিশাল র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহর প্রদক্ষিণ করে পুনরায় শিশু পার্কে এসে মিলিত হয়। পরে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন হাফিজ বদরুল ইসলাম।
#TI
[youtube-feed feed=1]