• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪
সর্বশেষ আপডেট : ২০ নভেম্বর, ২০২৪

আওয়ামীলীগের সমাবেশে বাধা দেওয়ার প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

অনলাইন ডেস্ক
আওয়ামীলীগের
print news -

আওয়ামীলীগের সভা–সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। সেই সঙ্গে কোনো বিক্ষোভই সহিংস পন্থায় দমন করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে করা একটি প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এ কথা বলেন। মিলার বলেন, তাঁরা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশের সরকারকেও এটি স্পষ্ট করে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং এমন বিক্ষোভ কোনো সরকারেরই সহিংস পন্থায় দমন করা উচিত নয়।

সম্প্রতি আওয়ামী লীগের এক সমাবেশে বাধা, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর আক্রমণ, সাংবাদিকদের কারাগারে পাঠানো ও গণমাধ্যমকর্মীদের প্রবেশাধিকার বাতিল করা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিংয়ে মিলারের বক্তব্য জানতে চান একজন সাংবাদিক।

ওই সাংবাদিক তাঁর প্রশ্নে আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচকেরা ইঙ্গিত দিচ্ছেন যে ‘১৫ আগস্টের শিক্ষার্থীদের মনসুন রেভল্যুশন’ নামের একটি আন্দোলন দেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছে, যেখান থেকে এখনকার সব পরিস্থিতির সূচনা হয়েছিল। আমরা শুনেছি, এ মঞ্চ (পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং) থেকে এ দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এর সমালোচনাও করেছেন। এসব বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মুখপাত্রের (মিলার) কোনো যোগাযোগ হয়েছে কি না।

জবাবে মিলার বলেন, ব্যক্তিগত পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে এখান থেকে কিছু বলতে চান না তিনি। তবে তাঁরা বিশ্বের সব দেশের মতোই বাংলাদেশের সরকারকেও এটি স্পষ্ট করে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার সমর্থন করে এবং এমন বিক্ষোভ কোনো সরকারেরই সহিংস পন্থায় দমন করা উচিত নয়।

ব্রিফিংয়ে ওই সাংবাদিক দাবি করেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হামলা হচ্ছে। এ অবস্থায় অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ‘সেক্যুলার’ (ধর্মনিরপেক্ষ) শব্দ বাদ দিতে চাপ দিয়েছেন। এ বিষয়ে মিলারের কিছু বলার আছে কি না।

এ সময় মুখপাত্র মিলার বলেন, আমি বিষয়টি নিয়ে আলোচনা (মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে) করব এবং এ নিয়ে কিছু বলার আছে কি না, দেখব।

আরও পড়ুন

[youtube-feed feed=1]