ঢাকারবিবার , ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

২দিন ব্যাপী সিলেট উইমেন চেম্বার অব কমার্সের পিঠা উৎসবের উদ্বোধন

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৩১, ২০২১
Link Copied!

নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে হবে: ডিআইজি মফিজ উদ্দিন আহমদ

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম বলেছেন, পিঠা উৎসব বাঙালির ঐতিহ্য। এর মাধ্যমে বাঙালি ঐতিহ্যকে তুলে ধরতে হবে। বাঙালির অনেক উৎসবের মতোই পিঠা উৎসব সুপ্রাচীন কালের। নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যবাহী পিঠার পরিচিতি তুলে ধরতে এ উৎসব সুদুরপ্রসারী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। আবহমান বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব। ধান চালের সাথে বাঙালির নিবিড় সম্পর্ক। এই চিরাচরিত জীবনে পৌষের মেলবন্ধনকে স্মরণ করিয়ে দেয় পিঠা উৎসব।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট পুলিশ লাইন স্কুল মাঠে সিলেট উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত ২দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও রেহেনা দিপু এবং সুমন্ত গুপ্তের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক এটিএম সুয়েব, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মুয়াম্মির হোসেন চৌধুরী, এফবিসিসিআই এর সাবেক পরিচালক হাসিন আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি লুবানা ইয়াসমিন, পরিচালক নাসরিন বেগম, বিউটি বর্মন, রাহেলা জেরিন খানম, তপতি দাস, তাসনিম আক্তার ছাড়াও সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।