সুন্দরগঞ্জ প্রতিনিধি..
মঙ্গলবার (১৬ আগস্ট) সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য গাইবান্ধা-১ আসনের সাংসদ আলহাজ্ব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এ সময় সাথে ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মাজাহারুল ইসলাম, জাপা নেতা জালাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান), জাপা নেতা মতিয়ার ডাকুয়া, জাপা নেতা মশিউর সরদার, জাপা নেতা রেজাউল ইসলাম রানা, জাপা নেতা শহিদুল ইসলাম মন্ডল, জাতীয় ছাত্র সমাজ নেতা শাহ সুলতান সুজন, মোসলেম মিয়াজীসহ সুন্দরগঞ্জ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঢেউ টিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে এমপি শামীম নদী ভাঙ্গন রোধে দ্রুত জিও ব্যাগ ফেলা ও ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় খাদ্য সহায়তার আশ্বাস প্রদান করেন এবং নদী ভাঙ্গন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাড়াতে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও কর্তা ব্যক্তিবর্গকে নির্দেশনা প্রদান করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।