ঢাকাশনিবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

সুন্দরগঞ্জে ড. মফিজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৩
Link Copied!

সুন্দরগঞ্জে ড. মফিজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী স্মরণে সুন্দরগঞ্জের বেলকা এমসি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিতড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী স্মৃতি লিজেন্ড ক্রিকেট টূর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারী স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’র পিতা। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন এলকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ক্রিকেট টূর্নামেন্টটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ পৌর মেয়র জনাব আব্দুর রশিদ সরকার ডাবলু। টূর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজনের সঞ্চালনা ও বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আহসান হাবিব খোকনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাতীয় পার্টি’র সম্মানিত সদস্য সচিব জনাব মোঃ সরোয়ার হোসেন শাহিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি’র সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান মিলন, বিশিষ্ট ক্রিড়া সংগঠক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক।

বক্তারা বলেন, খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে।তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ অধিকাংশই খেলা ধুলো বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের পক্ষে ক্ষতিকর যেমন, তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাঁধা।

দেহকে সুস্থ, কর্মক্ষম ও প্রাণ-প্রাচুর্যে পূর্ণ করার জন্যে খেলাধুলা অপরিহার্য। সুস্থ শরীর মনের যে শক্তি ও সুদৃঢ় বুনিয়াদ রচনা করে দেয়, তাতে মানুষ পরবর্তীকালে জীবনযুদ্ধে মনোবল হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করে। সুতরাং মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জে উপজেলা জাতীয় পার্টি’র যুগ্ম সাধারণ সম্পাদক কওসর আজম হান্নু, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি সরকার, বেলকা ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি রেজাউল ইসলাম রানা, বিকাশ বিদ্যানিকেতনের পরিচালক অসিত বরণ সরকার (বেনু), ডেফট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাইদুল ইসলাম টেক্কা, উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি সাইদুর রহমান, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সভাপতি সরোয়ার হোসেন বাবু, উপজেলা পল্লীবন্ধু পরিষদ সভাপতি আঃ রাজ্জাক মিয়া, ড. এম আই পাটোয়ারী পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-পরিচালক নুর মোহাম্মদ রাফি, বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেম মিয়াজি, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।