সিলেট জেলা কৃষক লীগের ৫১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে শাহ নিজাম উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে
জানা যায়, গত ২৩ই ফেব্রুয়ারী সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সাধারন সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি.এমপি দলিয় প্যাডে স্বাক্ষার করে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
ওই কমিটিতে, সালাহ উদ্দিন (ফেঞ্চুগঞ্জ), মকবুল হোসেন (সিলেট সিটি), আব্দুল কাউয়ুম বিলু (গোলাপগঞ্জ)কে যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিব মিফতাহুল হোসেন সুইট (দক্ষিন সুরমা)কে করা হয়েছে। এছাড়াও সদস্য হাজী তেরাব আলী,ফখরুল ইসলাম,শামিম কবীর,আব্দুল মালেক,আব্দুল কাইয়ুম,মাজেদ রওশন শ্যামলী,আলাল মিয়া,এনাম আহমদ খান,ইব্রাহিম আহমদ জেসি,আব্দুল হামিদ,এম.এ ওমর,নজরুল ইসলাম বেলাল,গোলাম সারওয়ার,সাইদুর রহমান, মোহাম্মদ সামাদ আহমদ,বিলাল আহমদ ইমরান,রুবেল আহমদ,আব্দুল হান্নান,মোস্তাক উদ্দিন আহমদ,শামিম আহমদ,ফয়জুল হাসান,নুরুল ইসলাম,শাহাব উদ্দিন,আব্দুল হামিদ,আলীম উদ্দিন, এম.এ. হান্নান বদরুল,হাজী আবু মিয়া,ফয়জুল হাসান,মকছুদ আলম,বশির আহমদ,জাকির হোসেন,জহিরুল ইসলাম,আব্দুর রহিম শামিম,সাইয়ুম বখ্ত,জাহেদ আলী জনাব খলকু মিয়া,মোস্তাক আহমদ,কামাল আহমদ খোকন(মেম্বার), জমির আহমদ (টুনু) ইমরান খান রায়হান,মোহাম্মদ জিল্লুল হক,এম.এ বদরুল আলম,আব্দুল আহাদ,সাহাব উদ্দিন চৌধুরী ও জান্নাতুল নাসরিন উর্মিকে সদস্য করা হয়।
আহ্বায়ক কমিটিকে আগামী ১৮০ দিনের (৬ মাসের) মধ্যে সব ওয়ার্ড ইউনিয়ন/পৌর/উপজেলা শাখার সম্মেলন শেষ করে কাউন্সিলের মাধ্যমে জেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।