ঢাকাবুধবার , ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

সিলেট এমসি কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : মার্চ ১১, ২০২২
Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ হেমলেট না থাকার কারণে মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীকে ১৫ হাজার টাকার মামলা দেওয়ার প্রতিবাদে সিলেট এমসি কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা দায়েরের অভিযোগ এনে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটা থেকে প্রায় ১ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। এতে দুই পাশের যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যান।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকালে দেলোয়ার হোসেন রাহি নামের এমসি কলেজের এক শিক্ষার্থী মোটরসাইকেল যোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটকায় । এসময় রাহির মাথায় হেলমেট না থাকায় তার বিরুদ্ধে ১৫ হাজার টাকার মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ। শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরের খবর পেয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন এবং সড়ক অবরোধ করে রাখেন বিভিন্ন কলেজের ছাত্ররা। এসময় তারা ‘জয় বাংলা’ ও পুলিশের বিরুদ্ধে নানা স্লোগানে কাঁপিয়ে তুলেন টিলাগড় পয়েন্ট।
বিক্ষোভকালে শিক্ষার্থীরা টিলাগড় পয়েন্টে আর তাদের যাতে হয়রানি না করা হয় সে বিষয়ে জোর দাবি জানান।

প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার ফলে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মামলা প্রত্যাহারের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেন। পরে এ রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।