সিলেট অফিস:
র্যাব-৯, সিপিসি-১, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর ডাক বাংলো এলাকা হতে ৩১ (একত্রিশ) কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-১ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ১৯ নভেম্বর ভোর ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন পৌরসভা ৭নং ওয়ার্ডের মাধবপুর ডাক বাংলোর জামে মসজিদের পশ্চিম পার্শ্বে সিলেট টু ঢাকা গামী হাইওয়ে পাকা রাস্তার উপর হইতে অভিযান পরিচালনা করে ৩১ (একত্রিশ) কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী যথাক্রমেঃ ১। মোঃ ছানা উল্লা মিয়া (৪৪), পিতা- মোঃ ভিকচান মিয়া, সাং- সাহেব প্রতাব (ভিকচান মিয়ার বাড়ী), থানা- নরসিংদী, জেলা- নরসিংদী, ২। মোঃ রুবেল মিয়া (২৯), পিতা- নূরুল ইসলাম মিয়া, সাং-সম্পাশি (সমেদ মিয়ার বাড়ী), থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার (এ/পি-সাহেব প্রতাব, হলহলিয়া, নোয়াখালি বাড়ী, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী), ৩। মোঃ রব মিয়া (৩৫), পিতা- মৃত তমিজ উদ্দিন, সাং- কুমরাদী, (তমিজ উদ্দিনের বাড়ী), থানা- শিবপুর, জেলা- নরসিংদীগণ’কে গ্রেফতার করে
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(ক)/৩৮/৪১ ধারা মূলে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীগণদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।