ঢাকাশনিবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

রাজধানীর উত্তরায় প্রাইভেট কারে গার্ডার পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : আগস্ট ১৬, ২০২২
Link Copied!

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ চলার সময় একটি প্রাইভেট কারের ওপর গার্ডার পড়েছে। এতে প্রাইভেট কারের অন্তত তিন যাত্রী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মোহসীন বলেন, ‘গার্ডারের নিচে চাপা পড়ে থাকা প্রাইভেট কারের মধ্যে অন্তত তিন জন মারা গেছেন বলে আমরা মনে করছি।

গার্ডার পড়ার সময় প্রাইভেট কারে ছয়জন ছিলেন। তাঁদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি চারজন গাড়ির ভেতরে চাপা পড়ে আছেন।  সোমবার(১৫ আগষ্ঠ) বিকেলে উত্তরায় এই দুর্ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরার জসীমউদ্‌দীন এলাকার প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, গার্ডারটি পড়ার সময় প্রাইভেট কারে ছয়জনের মতো যাত্রী ছিলেন। তাঁদের দুজনকে বের করা হয়েছে। চারজন এখনো দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেট কারের ভেতরে আটকা আছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

উত্তরা পশ্চিম থানার অপারেশন অফিসার পার্থ প্রতীম ব্রহ্মচারী বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডারটি ওঠানোর সময় গাজীপুর অভিমুখী প্রাইভেট কারের ওপরে পড়ে। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনার পর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয়। এক ঘণ্টা পরও তাঁরা প্রাইভেট কারের ওপর থেকে গার্ডারটি সরাতে পারেননি। পুলিশ বলছে, গার্ডারটি সরানোর প্রক্রিয়া চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।