ঢাকাসোমবার , ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

যুগ যুগ ধরে নেতৃত্বের লড়াই থাকবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু নেতৃত্ব নিয়ে কোন প্রতিহিংসা থাকবে না-লেখক

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৪, ২০২১
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য-বলেছেন, নেতৃত্বের লড়াই থাকবে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে কিন্তু নেতৃত্ব নিয়ে কোন প্রতিহিংসা থাকবে না, ব্যক্তিত্ব নিয়ে কোন মারা-মারি হানা-হানি থাকবে না।

শনিবার (৪ ডিসেম্বর) টাঙ্গাইলে প্রায় ১ যুগ পর জেলা ছাত্রলীগের সম্মেলনে তার বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (এমপি)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বাবু (এমপি), টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খন্দকার মমতা হেনা লাভলী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ । সম্মেলনে জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষের আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়েছে ইলিয়াস হাসানকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।