ঢাকামঙ্গলবার , ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

যুক্তরাষ্ট্রে গোল্ডেন এইজ লাক্সারী হলসহ চারটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : এপ্রিল ১৮, ২০২৩
Link Copied!

যুক্তরাষ্ট্রে কমিউনিটি এ্যাক্টিভিস্ট ও স্বনামধন্য ব্যবসায়ী শাহ নেওয়াজের মালিকানাধীণ ৪টি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে শুক্রবার। উদ্বোধন হওয়া ৪টি প্রতিষ্ঠানগুলো যথাক্রমে গোল্ডেন এইজ লাক্সারি হল,বিগিনার্স ড্রাইভিং একাডেমী,ডিএমভি এক্সপ্রেস সার্ভিস ও পারফেক্ট এইজ এডাল্ট ডে কেয়ার।
এ উপলক্ষে গোল্ডেন এইজ হোম কেয়ারের পাশে গোল্ডেন এইজ লাক্সারি হলে আয়োজিত ইফতার মাহফিল কমিউনিটির বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।
ইফতারের পূ্র্বে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রতিষ্ঠানগুলোর কর্ণধার শাহ নেওয়াজ বলেন, বিভিন্ন আঙ্গিকে মানুষকে সেবা প্রদান করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি বলেন,যুক্তরাষ্ট্রে চলার পথ এত সহজ ছিলনা, তবে প্রচন্ড ইচ্ছাশক্তি আর ধৈর্য্য দিয়ে এ পর্যায়ে এসেছি। তিনি তাঁর আহবানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত সুধীজন এক সঙ্গে চারটি প্রতিষ্ঠানের যাত্রাকে বাংলাদেশ কমিউনিটির গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তারা কমিউনিটির এই সজ্জন ব্যক্তিত্ব শাহ নেওয়াজের আরও বেশি সফলতা কামনা করেন।

পরে প্রতিষ্ঠানের কর্ণধার শাহ নেওয়াজ ও স্টেট সিনেটর জন ল্যু সবাইকে চারটি ব্যবসার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্টেট এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, জেবিবিএ’র  সভাপতি হারুন ভূঁইয়া, গোল্ডেন এইজ হোম কেয়ারের চেয়ারপার্সন রানো নেওয়াজ, নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট আহসান হাবিব, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম,গোল্ডেন এইজ হোম কেয়ার কর্মকর্তা মোস্তফা অনিক রাজসহ মুলধারা ও  কমিউনিটির নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং মুসলিম উম্মা তথা বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে সবার মাঝে ইফতার ও পরে ডিনার সার্ভ করা হয়।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদল

সূত্র: bdyork.com

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।