ঢাকাসোমবার , ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

যুক্তরাষ্ট্র প্রবাসী সুহেল আহমদ কে সংবর্ধীত করলো জামাল কুদ্দুছ যুব সংস্থা

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ২, ২০২৩
Link Copied!

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের অন্যতম ক্রীড়া সংগঠন জামাল কুদ্দুছ যুব  সংস্থার উদ্দোগে যুক্তরাষ্ট্র   প্রবাসী এস্টোরিয়া ওয়েল ফেয়ার সোসাইটি অব ইউএসএ(ইনক) এর প্রেসিডেন্ট ও বনফুল গ্রোসারী এন্ড হালাল মিট এর স্বত্ত্বাধীকারী মো: সুহেল আহমদ কে সংবর্ধনা প্রদান করা হয়।

জামাল কুদ্দুছ যুব  সংস্থার কার্যালয়ে  ৩০ জানুয়ারী  রোজ সোমবার সন্ধা ৭ঘটিকার সময় বৈরাগীবাজার এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামাল কুদ্দুছ যুব  সংস্থার কোষাধ্যক্ষ নিজাম আলী  ভূইয়ার পরিচালনায় এবং বিশিষ্ট সমাজ সেবক বজলুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কাতার প্রবাসী নজরুল ইসলাম। সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বৈরাগীবাজার উচ্চ  বিদ্যালয়ের ফ্রেন্ডস্ ১৯৮৬-১৯৯৬ ব্যাচ এর সহ সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হক।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামাল কুদ্দুছ যুব সংস্থার সহ সভাপতি ফয়জুল হক। যুক্তরাজ্য প্রবাসী কুবের আহমদ দুলাল, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার ক্রীড়া সম্মপাদক ছয়দুর রহমান। ১৯৯৬-১৯৯৬ ব্যাচ এর সহ সাধারণ সম্পাদক আপ্তাব মিয়া, হাছন আলী, হরিছ উদ্দিন, শামিম আহমদ, আব্দুর রাজ্জাক, ছাইফুল আলম কাজল, আব্দুশ শুক্কুর, কাজল আহমদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ  উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেহকে সুস্থ, কর্মক্ষম ও প্রাণ-প্রাচুর্যে পূর্ণ করার জন্যে খেলাধুলা অপরিহার্য। সুস্থ শরীর মনের যে শক্তি ও সুদৃঢ় বুনিয়াদ রচনা করে দেয়, তাতে মানুষ পরবর্তীকালে জীবনযুদ্ধে মনোবল হা হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করে। মানসিক উন্নয়নে খেলাধুলা : মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

এ সময় সুহেল আহমদের অর্থায়নে এবং  ফ্রেন্ডস্ ১৯৮৬ – ১৯৯৬ ইং ব্যাচের সৈজন্যে  জামাল কুদ্দুছ যুব সংস্থার খেলোয়াড়বৃন্দ কে জার্সি প্রদান ও উন্মোচন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।