প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তাঁর সদ্য সমাপ্ত রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বুধবার বাসসকে বলেন, বৃহস্পতিবার বিকেল চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সরকারি সফর শেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ অক্টোবর দেশে ফেরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্যের লন্ডনে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। তিনি রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ অনুষ্ঠানে যোগ দেন।
১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। নিউইয়র্কে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দেন। তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন। পাশাপাশি তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যান।
স্থানীয় সময় গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন। তাঁকে বহন করা ফ্লাইটটি লন্ডনে সাময়িক যাত্রাবিরতি করে। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে নয়টায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।