বড়লেখা প্রতিনিধিঃ প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এর জন্মদিনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বড়লেখা শাখার আহ্বায়ক কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ রাত ৮ ঘটিকায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বড়লেখা শাখার আহ্বায়ক মোঃ তোফায়েল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মোঃ কবির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে দেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি শহীদ উল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথির বক্তব্যে দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ইমন ও সঙ্গীত শিল্পী মুজিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপন, বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, নিসচার আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, বাউল শিল্পী খায়রুল ইসলাম মন্টু, সাংস্কৃতিক কর্মী বদরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ বীর মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মোঃ আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এর জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।