সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে এক নও মুসলিম যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক নওমুসলিম কাউসার আহমদ (৩৮) একই এলাকার নারায়ন রবি দাসের পুত্র।
বৃহস্পতিবার(২৬ জানুয়ারী)স্থানীয় বৈরাগীবাজার জব্বার আজী মার্কেট এর পার্শে ভাড়াটিয়া বাসার ছাদে তার লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা নৈশ্য প্রহরীকে জানান। নৈশ্য প্রহরী স্থানীয় চেয়ারম্যানকে জানালে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানা গেছে, নও মুসলিম কাউসার আহমদের পূর্বের নাম কৃষ্ণ রবি দাস । ব্যাক্তিগত জীবনে নও মুসলিম কাউসার আহমদের দুই মেয়ে এবং এক ছেলের জনক। ঘটনার দিন কাউসারের স্ত্রী ও সন্তানরা নানা বাড়িতে ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।