বিয়ানীবাজার প্রতিনিধি:
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, মাদক নয় খেলাধুলায় মিলবে জয়। এই স্লোগানকে সামনে রেখে বৈরাগীবাজার এলাকাবাসীর সার্বিক তত্ত্বাবধানে বৈরাগীবাজার দ্বৈত আন্তঃ গ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২৬ নভেম্বর (শুক্রবার) বৈরাগীবাজার হাই স্কুল রোড সংলগ্ন মাঠে জুয়েল আহমদ ও সাদিকুর রহমানের সঞ্চালনায় ৫ নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এফ.এম আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, কাতার প্রবাসী শাহীন আহমদ।
উদ্বোধনী ১ম খেলায় সাদিক জুটি, আঙ্গারজুর বনাম শুভন-ছুবাহান জুটি, বৈরাগীবাজার প্রতিধন্ধিতা করে শুভন-ছুবাহান জুটি জয় লাভ করেছে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন শুভন।
২য় খেলায় খালেদ-রাজু জুটি বনাম রিয়েল ফ্রেন্ড জুটি হাতিটিলা । খালেদ-রাজু জুটি জয় লাভ করেছে। উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন খালেদ ।
প্রধান উদ্বোধক হিসেবে টূর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.এফ.এম আবু তাহের, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সভাপতি তুতিউর রহমান রহমান তোতা, বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সেক্রেটারী আব্দুল জলিল প্রধান অতিথি শাহীন আহমেদ (কাতার প্রবাসী)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুবের আহমদ ব্রাজিল প্রবাসী , মহাম্মদ আলি , বৈরাগীবাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী জিয়াউর রহমান স্বপন ,পল্লীবাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগীত প্রশিক্ষক শিল্পী এস.এম মানিক,বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর অর্ন্তভূক্ত রেফারী সাবেক ফুটবলার লুৎফুর রহমান, ডা: জয়নুল ইসলাম, প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।