বিয়ানীবাজার প্রতিনিধি: মাহবুবুল আলম:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার’ উদ্দ্যোগে বৈরাগীবাজারের কয়েকজন প্রবাসীদের সংবর্ধীত করেছে। এ সংগঠন দেশের আর্তমানবতার সেবার পাশাপাশি প্রবাসীদের মাধ্যমে আন্তরিক মেলবন্ধন তৈরি করেছে। এলাকার মানুষকে সুসংগঠিত করে দেশের ও এলাকার চিত্র পাল্টাতে কাজ করে যাচ্ছে সংগঠনের কলাকৈশলীরা।
২১ নভেম্বর(রোববার) বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার কর্যালয়ে রাত ৮ ঘটিকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক জাহিদ হাসান জুবের ও ব্লাড ডনেটরস অব বৈরাগীবাজারের সাধারন সম্পাদক ছাদিকুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সংস্থার সভাপতি তুতিউর রহমান (তুতা), সুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, জিয়াউর রহমান স্বপন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আক্তারুজ্জামান আজব আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং কুড়ার বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাইয়ুম।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী, নাসির উদ্দিন দলা, বৈরাগীবাজার এসোসিয়েশন অব ইউএসএ এর কোষাধ্যক্ষ সুহেল আহমদ, দুবাই প্রবাসী আমির হোসেন, ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা রেজাউল করিম লিটন, যুক্তরাষ্ট্র প্রবাসী নাজিম উদ্দিন, জালালাবাদ এসোসিয়েশন ব্রাজিল এর সহ-সভাপতি জুবের আহমদ, ব্রাজিল প্রসাবী ছিদ্দিকুর রহমান কাজল, যুক্তরাজ্য প্রসাবী আব্দুল হামিদ সুমন। এ সময় সংবর্ধিত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈরাগীবাজার ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জিয়াউর রহমান স্বপন, ডা: শামছুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ছয়দুর রহমান, আব্দুর রহিম, ছাদিকুর রহমান, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আক্তারুজ্জামান উজ্জ্বল, ডা: জয়নুল ইসলাম, লুৎফুর রহমান, হোসাইন কিবরিয়া ,ছাব্বির আহমদ, আফজাল হোসাইন রাফি, প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।