বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এর পল্লী বাউল লোক সংগীতালয়ের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার(ছত্তার আলী)এর স্মরনে এক শোক সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বুধবার (২৭ এপ্রিল) পল্লীবাউল লোক সংগীতালয় কার্যালয় এর ২য় তলায় এ শোক সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
পল্লী বাউল লোক সংগীতালয় এর সাধারন সম্পাদক গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় এবং ৫নং কুড়ারবাজার ইউনিয়ন এর চেয়ারম্যান তুতিউর রহমান তুতার সভাপত্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা ভাইচ চেয়ারম্যান জামাল হোসেন।
পল্লী বাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠাতা ও সংগীত প্রশিক্ষক শিল্পী এস.এম মানিকের সার্বিক ব্যাবস্থাপনায়,পল্লী বাউল লোক সংগীতালয়ের সকল সদস্যদের সহযোগীতায় এ শোক সভা,ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫নং কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাইয়ুম আলা উদ্দিন, বৈরাগীবাজার ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহিম, ৮নং ওয়ার্ড এর ইউপি সদস্য জালাল উদ্দিন, ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য নুর মোহাম্মদ, নাট্যযোদ্ধা সিলেটের সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মো: শহিদুল ইসলাম প্রিন্স, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাশক কামরুজ্জামান মুহিত, বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রি কলেজের উচ্চমান সহকারী মাহবুবুল আলম, বৈরাগীবাজার ব্লাড ডেনেটরস অব বৈরাগীবাজার এর সাধারন সম্পাদক ছাদিকুর রহমান, বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন, কুড়ার বাজার ইউনিয়র সৎসজীবি লীগের সাধারন সম্পাদক ছালেহ আহমদ, পঞ্চবানীর প্রধান সম্পাদক এম.এ ওমর, সাংবাদিক জসিম উদ্দন, উপজেলা যুব লীগের অন্যতম নেতা জাহিদ আহমদ, ছাব্বির আহমদ, জহিরুল ইসলাম ইয়াহিয়া, বিলাল হোসেন, সনি আহমদসহ পল্লীবাউল লোক সংগীতালয়ের সকল সদস্যবৃন্দ ও বৈরাগীবাজার এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।