সৌরভ দাস :
উপজেলার কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়েছে। সকল সদস্যদের সম্মতিক্রমে ১নং, ২নং, ৩নং প্যানেল চেয়ারম্যান হিসেবে কুড়ারবাজার ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন কিরণ কে প্যানেল চেয়ারম্যান করা হয় এবং ৫নং ওয়ার্ডের সদস্য সামছুল ইসলাম কে প্যানেল চেয়ারম্যান ২ ও সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম কে প্যানেল চেয়ারম্যান ৩ করা হয়েছে ।
বুধবার (১৭ই মার্চ) সন্ধায় কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা তাহার নিজ বাস ভবনে ইউনিয়নের সকল সদস্যদের সম্মতিক্রমে ১নং, ২নং, ৩নং প্যানেল চেয়ারম্যানদের প্যানেল গঠন করা হয়েছে বলে জানান তিনি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।