এম.এ ওমর:
আগামী ২৬ই ডিসেম্বর ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজার ১০টি ইউনিয়নে প্রার্থী ও সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত চালাচ্ছেন জোর প্রচার-প্রচারণা। বিজয়ের হাসি হাসতে ভোট প্রার্থনায় সবাই মরিয়া হয়ে উঠেছেন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আশিক নূর জানান,বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪৪ জন সাধারণ সদস্য (পুরুষ) ৩৪৬ জন ও সংরক্ষিত সদস্য (মহিলা)৭৫জন এর মধ্যে সংরক্ষিত দুই ইউনিয়নে ৩জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগমী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ হবে। ১০টি ইউনিয়নে ৫জন রিটার্নিং কর্মকর্তা রয়েছেন এবং মাঠে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট রয়েছেন, কোন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে থাকলে তা আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন ঝুকিপূর্ণ কেন্দ্র নিশ্চিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। এদিকে প্রতীক পাওয়ার পর থেকে প্রার্থীরা নিজ নিজ ইউনিয়নে সকাল থেকে ভোটারদের কাছে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। গ্রাম-পাড়া, হাট-বাজারে গণসংযোগ করে যাচ্ছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।