বিয়ানীবাজার উপজেলায় পাঁচ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন।
এ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদসহ হাসপাতালের সকল মেডিকেল অফিসার ও স্বাস্থ্য পরিদর্শক নুরুল আলম,এমটিইপিআই তপন জ্যোতি ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে আগামী রোববার পর্যন্ত। এতে উপজেলা বিভিন্ন এলাকার ৩ হাজার ৭শত ৭২জন শিশুকে এই ক্যাপসুলটি খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পৌরসভা ও দশ ইউনিয়নের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে একযোগে এসব ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।