এম.এ ওমর:
সিলেটের বিয়ানীবাজারে বালুবাহী ট্রাকের চাপায় সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম সূর্য বিশ্বাস (৭)। সে উপজেলার চারখাই ইউনিয়নের মহনপুর-পল্লী শাসন এলাকার হিরা বিশ্বাসের পুত্র।
নিহত শিশুর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বলেন, দুপুর সাড়ে ১২ টার দিকে সূর্য বিশ্বাস তার ঠাকুর মা কে খুজতে বের হয় । ওই সময় সে বিয়ানীবাজার-সিলেট সড়কের সদাখাল এলাকায় রাস্তা পারা-পারের সময় বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে মাথায় আঘাত পায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলে চালক পালিয়ে গেছে। পরে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম.এজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
বিয়ানীবাজার থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) হিল্লোল রায় জানান, ‘বালুবাহী একটি ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।