ঢাকামঙ্গলবার , ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : মার্চ ২১, ২০২৩
Link Copied!

বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে বৈরাগীবাজার ক্রীড়া সংস্থা ও বৈরাগীবাজার এলাকাবাসীর পরিচালনায় এবং ইউএসএ প্রবাসী বৃন্দের পৃষ্টপোষকতায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

চ্যাম্পিয়ন বিজয়ী

চ্যাম্পিয়ন বিজয়ী নিউ জেনারেশন এফসি ইউএসএ

সোমবার(২০ মার্চ) বিকেলে বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে নিউ জেনারেশন এফসি ইউএসএ বনাম চারখাই ই্উ/পি ফুটবল একাদশ অংশ নেয়। খেলার প্রধান আকর্ষণ ছিল দু’দলে বিদেশী খেলোয়ার। খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে দেশের জাতীয় ও বিদেশী খেলোয়াররা।

চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার

চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার

তাদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার দর্শক। প্রথমার্ধের ১৫ মিনিটে নিউ জেনারেশন এফসি ইউএসএ এর ১১নং জার্সিধারী খেলোয়ার জিল্লুর রহমান গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেন। সমতায় ফেরাতে চারখাই ইউপি ফুটবল একাদশ গোল পরিশোধ করতে আক্রমণ করতে থাকেন।

নিউ জেনারেশন এফসি ইউএসএ দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়। ফলে ৯০ মিনিটের সময়সীমা শেষ হলে ১-০ গোলে এগিয়ে থেকে নিউ জেনারেশন এফসি ইউএসএ চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল নিউ জেনারেশন এফসি ইউএসএ একটি ১৫০ সিসি জিস্কার মটরসাইকেল ও রানার আপ দল চারখাই ইউপি ফুটবল একাদশ ১১০ সিসি সুজুকি হায়াতি পুরস্কৃত করা হয়।

৫নং কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও  চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান তুতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য ২৩৪,সিলেট-৬ এর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ(এমপি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ফছরুল হক, বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক,সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুব্ধা আতাউর রহমান খান, সাধারন সম্পাদক দেওয়ান মাকসুদল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগের জেনারেল সেক্রেটারী এবাদ আহমদ, বিয়ানীবাজার উপজেলার সকল চেয়ারম্যান বৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিয়ানীবাজার

খেলোয়াড়বৃন্দের সাথে প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি

ফাইনাল খেলার উদ্বোধন করেন করেন, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ এর সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ সহ নেত্রিবৃন্দ। খেলা শেষে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দল সহ প্রথম গোলদাতার পুরস্কার, সেরা গোলকিপারের পুরস্কার, ফ্লেয়ার ট্রফি, ম্যান অব দা ম্যাচ, ম্যান অব দা টুর্নামেন্ট সহ অতিথিবৃন্দদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।