সিলেট অফিস:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা ও তার বন্ধুর নামে দলবেঁধে ধর্ষণের মামলা দায়ের করেছে এক কিশোরী।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে চুনারুঘাট থানায় এ মামলা করে ওই কিশোরী। মামলার আগেই র্যাব ওই দুজনকে আটক করেছে।
কিশোরীর চাচা আব্দুল মালেক বলেন, তার ভাই আব্দুল খালেক মালয়েশিয়া প্রবাসী তিনি ১ বছর আগে করোনার কারণে দেশে আসেন। আসার পর থেকে বিভিন্ন বিষয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হত। তিনি তাহার স্ত্রীকে শারীরিক নির্যাতনও করতেন। গত মাসে তার স্ত্রী মেয়েকে রেখে বাবার বাড়ি চলে যান।
তিনি আরও বলেন, গত ১ ডিসেম্বর রাতে খালেক ও তার এক ঘনিষ্ঠ বন্ধু আব্দুল কাদির মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। তবে সে ভয়ে কাউকে এ ব্যাপারে কিছু বলে নি। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতি রাতেই তাকে শারীরিক নির্যাতন এবং ধর্ষণে বাধ্য করা হতো। গত ৬ ডিসেম্বর রাতে মেয়েটি তার চাচিকে বিষয়টি অবহিত করলে তারা তাৎক্ষণিক র্যাবের কাছে অভিযোগ করেন।
র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, তারা দলবেঁধে ধর্ষণের অভিযোগ পেয়ে মেয়েটির বাবা ও বাবার বন্ধুকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজেদের বাড়ি থেকে আটক করা হয়েছে। তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হবে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বলেন, ভুক্তভোগী মেয়েটি ধর্ষণ মামলা করেছে। তার ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।