বিয়ানীবাজার প্রতিনিধি : বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ ও সাধারন সম্পাদক এড:উম্মে কুলসুম স্মৃতি এর নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল’র অর্থায়নে গতকাল বিয়ানীবাজার উপজেলার খসির সড়ক ভাংনী ও মুড়িয়া ইউনিয়নে ২ শত পরিবারকে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি খছরুল হক, সেলিম উদ্দিন , উপজেলা আওয়ামী লীগ সদস্য কাওসার, জেলা কৃষক লীগ নেতা আব্দুল হামিদ ও সাংবাদিক এম.এ ওমর,ইউনিয়ন কৃষক লীগ নেতা টিপু, রুকন উদ্দিন, ছাত্র লীগ নেতা ঝিমু, সাব্বির সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
পানিবন্দি ও আশ্রয় কেন্দ্রের মানুষ রান্না করা খাবার ও শুকনো খাবার পেয়ে বাংলাদেশ কৃষক লীগের প্রসংশা করেন। বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক রাসেল বলেন, কৃষক লীগ খেটে খাওয়া মানুষের কথা বলে এবং পাশে থাকে এই সময়ে মানুষের পাশে কৃষকলীগ আছে এবং আমাদের বিতরন চলমান থাকবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।