মোঃ মঈন-উল ইসলাম শাফিন (নিজস্ব প্রতিনিধি): বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পুনঃরায় সহ+সভাপতি নির্বাচিত হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাইড় ইউনিয়ন পরিষদের সাবেক স্বনামধন্য চেয়ারম্যান মোঃ মোজাহিদ আলী। তিনি জেলার জিয়াপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ থেকে রাজনীতি শুরু করে পরবর্তীতে আওয়ামী যুবলীগ ও বর্তমানে ছাতক উপজেলা আওয়ামীলীগের সক্রিয় একজন কার্যকরী সদস্য।
এছাড়াও, তিনি বিভিন্না সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরু দায়িত্ব পালন করে আসছেন। সবচেয়ে অবাকের বিষয় হলো, তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় সরকার থেকে যে পরিমাণ বেতন বা সম্মানী পেতেন তা তিনি গরীব-দুঃখী ও অসহায়দের মধ্যে বন্টন করে দিতেন। তিনি ২য় বারের মতো জোটের সহ-সহ-সভাপতি নির্বাচিত হওয়ার জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) এম.পি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকী ও কেন্দ্রীয় সমন্বয়ক ও সহ-সভাপতি এম.এ. মিলন মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুনঃরায় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শে আদর্শিত একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনির কন্যা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করতে আমি বদ্ধপরিকর এবং প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার দায়িত্ব থেকে আমি নিরলসভাবে কাজ করে যাবো।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।