ঢাকাশনিবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

ফেসবুকের ফিচারটি চালু না করলে লক হতে পারে অ্যাকাউন্ট

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : অক্টোবর ১৩, ২০২১
Link Copied!

ফেসবুকের ফিচারটি চালু না করলে লক হতে পারে অ্যাকাউন্ট

ফেসবুকের ফিচারটি চালু না করলে লক হতে পারে অ্যাকাউন্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি নোটিফিকেশনের মাধ্যমে বলা হচ্ছে আগামী ২৮শে অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রোটেক্ট’ চালু করতে হবে। না হয় ফেসবুকের অ্যাকাউন্ট লক হয়ে যাবে।

এ ধরনের বার্তা পেয়ে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। এটা কোন ধরনের স্প্যাম কিংবা ভাইরাস কিনা তা নিয়েও শঙ্কায় রয়েছেন কেউ কেউ। অনেকে আবার ইতোমধ্যে ফিচারটি অন করে দিয়েছেন।

ফেসবুক প্রোটেক্ট ফিচারটি সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে তারা একটি নতুন ফিচার তৈরি করেছে যার নাম দেয়া হয়েছে ফেসবুক প্রোটেক্ট। এটি মূলত ঐচ্ছিক প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে। পাশাপাশি যেসব অ্যাকাউন্ট হ্যাকারদের অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলার শিকার হতে পারে সেসব হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।

প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়। তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে ফেসবুক জানায়।

ফেসবুকের ওয়েবসাইটে জানানো হয় যে, যারা এই ফিচারটি চালু করতে পারবেন তারা ফেসবুকের মাধ্যমেই এটি জানতে পারবেন। যারা এর আওতায় পড়বেন তারা ফেসবুকের সেটিংসে গিয়ে পাসওয়ার্ড সিকিউরিটি অ্যান্ড লগ-ইন অপশনে গেলে ফেসবুক প্রোটেক্ট নামে অপশন পাওয়া যাবে। সেখান থেকে ফেসবুক প্রোটেক্ট অপশন অন করা যাবে।

আবারও ফেসবুক-ইনস্টাগ্রামে বিভ্রাট

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বিঘ্ন ঘটলো ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সার্ভারে। বিশ্বের বিভিন্ন স্থানে দুই ঘণ্টার জন্য ডাউন ছিল এই সামাজিক যোগাযোগগুলো।

শুক্রবার (৮ অক্টোবর) বিশ্বের বিভিন্ন স্থান থেকে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে জটিলতা দেখা দেয়ার অভিযোগ আসে। খবর আল-জাজিরার।

আল-জাজিরা জানায়, ওয়েব মনিটরিং সংস্থা ডাউন ডিটেক্টরের ওয়েবসাইটে অন্তত ৩৬ হাজার অভিযোগ জমা পড়ে। ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ফেসবুক। ভবিষ্যতে এ ধরণের জটিলতা এড়াতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়। যদিও এ নিয়ে টুইটারে তুমুল সমালোচনার ঝড় ওঠে। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের বিভ্রাটের কারণে ট্রল এবং মিমস শেয়ার করেন নেটিজেনরা।

উল্লেখ্য, মাত্র চারদিন আগেই টানা ৭ ঘণ্টা ভয়াবহ সার্ভার ডাউনের ঘটনা ঘটে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।