ফরিদপুর শহরের মামুদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শনিবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম মামুদপুর এলাকার জনৈক গোলাম মোস্তফার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ি তল্লাশি করে ৪ রাউন্ড গুলিসহ একটি অত্যাধুনিক পিস্তল, একটি দেশীয় ওয়ান স্যুটারগান, ২টি ছোরা, ১টি রামদা, ২টি তলোয়ার, ৮ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা ও তার স্ত্রী শ্যামলী রোকসানাকে গ্রেফতার করা হয়।
প্রেসব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে কোতয়ালী থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।