মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ, নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণা আটপাড়া ১৬ই ফেব্রুয়ারী বুধবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর আয়োজনে ফায়ার সার্ভিস সংলগ্ন মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে উন্নত মানের গাভী বাছুর, সার, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও কবুতর, বিভিন্ন উৎপাদিত দুগ্ধজাত পণ্য মিষ্টি দই ইত্যাদি স্থান পায়। প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি , বিজ্ঞানভিত্তিক লালন-পালন কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান, ও জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করাই হলো এ প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্য।এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদস্য সচিব প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ বাস্তবায়ন কমিটির ডাঃ আলী আকবর। সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তাসরিন নিগার মিমি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজিম চৌধুরী রেখা , কৃষি কর্মকর্তা মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার রাজনৈতিক নেত্রী বৃন্দ, উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেনারি হাসপাতাল এর সংশ্লিষ্ট অন্যান্য কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তা বৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।