প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ।
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি হিসেবে সেখানে তিনি প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ’র রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান করবেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে যোগদান করবেন। এছাড়াও সেখানে তিনি বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বৃদ্ধি, দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী বিজনেস কমিউনিটির সাথে সাক্ষাত ও মতবিনিময় করবেন। প্রতিনিধিদলটি ২ অক্টোবর স্বদেশ প্রত্যাবর্তনের কথা রয়েছে।
তিনি সিলেট চেম্বারের সদস্যবৃন্দসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।