ছাতকে পরকীয়ার জেরে খালেদ নুর (৩২) নামের এক প্রবাসী খুন হয়েছেন৷ নিহত খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর স্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী খালেদ নুরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দুই মাস আগে তিনি দেশে এসে নিয়মিত মোশাহিদ আলীর স্ত্রী সঙ্গে যোগাযোগ করতেন। এ ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় মোশাহিদ আলীর ছেলে হাসান আহমেদ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করেন। এতে মারা যান খালেদ নুর। পরে তার মরদেহ গ্রামের মসজিদের পাশের একটি ঝোপে ফেলে রাখা হয়। সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
জাউয়াবাজার ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ হাসান আহমেদকে (২২) আটক করেছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্য মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।