মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ,বিশেষ প্রতিনিধিঃ
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও পরবর্তী সময়ে করনীয় বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ এনজিও ব্যুরো-র সদস্য ‘পপি’ র সৌহার্দ্য কর্মসূচী।
জানাযায়, নেত্রকোণা কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ঝুকিপূর্ণ ১১ টি গ্রামকে চিহ্নিত করে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণ, পোগলা ইনিয়নের ৯ টি ওয়ার্ডের ৩৬ জন সদস্য নিয়ে একটি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি করা হয়।
এই কমিটির সভাপতি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ মোজাম্মেল হক।
এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয় ইউনিয়ন পরিষদের সভা কক্ষে।
অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল,
>দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত প্রধান প্রধান কাজ সম্পর্কে ধারণা।
>দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি সমূহ এবং ঝুঁকি হ্রাসের উপায় সম্পর্কে ধারণা।
>দুর্যোগ পূর্বাভাস ও সতর্কীকরণ ও সংকেত অনুযায়ী করণীয় সম্পর্কে অবহিত করণ।
>ইউনিয়ন ভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন ও হালনাগাদ করণ সম্পর্কে প্রাথমিক ধারনা প্রদান।
>বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী আদেশাবলী অনুযায়ী “দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ” দ্বায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করন।
এদিকে এই কার্যক্রমের সহযোগিতা করে, “কেয়ার বাংলাদেশ ” এবং অর্থায়নে ছিল, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউএসএআইডি”।
এই প্রশিক্ষণটি সৌহার্দ্য।।। কর্মসূচি “পপি” কলমাকান্দা উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ কামাল হোসেন প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন। এতে আরো উপস্থিত ছিলেন, নয়টি ওয়ার্ডের ইউনিয়ন সদস্যবৃন্দ.. আলম,জাহাঙ্গীর, সাজু,কামাল-১,বিল্লাল,ইসহাক,কামাল-২,সবুজ এবং জামাল সহ ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুকুনউজ্জামান রুকুন, আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ হান্নান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক,সাংবাদিক মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ,ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক অনিল সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিশেষে সবাইকে মধ্যাহ্নো ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।