নিজস্ব প্রতিবেদক: চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী তুতিউর রহমান তুতা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের (আনারস) পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। হাজী নজমুল হক (চশমা) পেয়েছেন ১৬৪৪, জাকারিয়া আহমদ (মোটরসাইকেল) পেয়েছেন ১১০৪, বাহার উদ্দিন (নৌকা) পেয়েছেন ১৯৫৮, আব্দুল মুমিত (ঘোড়া) পেয়েছেন ৯৯৭।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
এছাড়া বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নে যারা জয়ী হলেন:
১নং আলীনগর-আহবাবুর রহমান শিশু (আওয়ামীলীগ) নৌকা। ২নং চারখাই-হোসেন মুরাদ চৌধুরী,(আওয়ামী বিদ্রোহী) আনারস। ৩নং দুবাগ,জালাল উদ্দীন (আওয়ামীলীগ বিদ্রোহী) ৪নং শেওলা,জহুর উদ্দিন (আওয়ামীলীগ) নৌকা। ৫নং কুড়ারবাজার-তুতিউর রহমান তুতা (আওয়ামী বিদ্রোহী) ৭নং মাথিউরা, আমান উদ্দিন (আওয়ামীলীগ) নৌকা। ৮নং তিলপারা,মাহবুব আহমদ (বিএনপি) চশমা। ৯নং মুল্লাপুর,মোঃ আব্দুল মান্নান (বিএনপি) ১০নং লাউতা,মোঃ দেলোয়ার হোসেন (জামায়াত) ঘোড়া। ১১নং মুড়িয়া,ফরিদ আল মামুন (জামায়াত) চশমা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।