ঢাকাসোমবার , ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

নেত্রকোণা বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ

মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ
আপডেট : জানুয়ারি ২, ২০২২
Link Copied!

নেত্রকোণা প্রতিনিধি : জেলার সীমান্ত উপজেলায় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র চৌকস ও সাহসী জোয়ানগণ অভিযান চালিয়ে প্রায় ৩১,৮৯,৫০০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছেন।
গতকাল শনিবার ভোররাতে ৩১বিজিবি’র জোয়ানগণ এ অভিযান পরিচালনা করেন।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এএসএম জাকারিয়া শনিবার সকালে জেলার গণমাধ্যমকর্মীগণকে লিখিত এক প্রেসবিজ্ঞপ্তীতে জানান- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নে অবস্থিত খারনই বিওপির হাবিলদার মো.শামসুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৭৮ হতে আনুমানিক দুই কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে বাউশাম নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের তথ্যানুযায়ী ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি’র অধিনায়ক জানান-এসময় বিজিবি‘র টহল দল ঘটনাস্থল হতে ভারতীয় ডার্ক ফ্যান্টাসি বিস্কুট-৩৬০০ পিস, ভারতীয় স্কীন শাহীন ক্রীম-৮১০০ পিস, ভারতীয় কিটকাট চকলেট-৩১৫০ পিস এবং ভারতীয় ডার্ক চকলেট-৫২০ পিস জব্দ করেন যার আনুমানিক মূল্য একত্রিশ লক্ষ উননব্বই হাজার পাঁচশত টাকা।
তিনি আরও জানান- জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে। তবে অভিযানে কোনো চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।