স্টাফ রিপোর্টার: ঢাকাগামী মহুয়া কমিউটর ট্রেনের নীচে কাটা পড়ে নাঈম মিয়া(১৭) এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে নেত্রকোনা পৌর সভার বাহিরচাপড়া গ্রামে। নিহত নাঈম ওই গ্রামের কামরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর সভার বাহিরচাপড়া গ্রামের নাঈম এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে রেললাইনের ওপর বসে সে মোবাইল দেখছিল। এ সময় ঢাকাগামী ৪৪ আপ মহুয়া কমিউটার ট্রেন কাছাকাছি চলে আসলেও সে খেয়াল করেনি। এতে করে সে ট্রেনের নীচে কাটা পড়ে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, দুর্ঘটনার বিষয়টি তার জানা নেই। রেলওয়ে পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।