বিলাল উদ্দিন, নিউইয়র্ক থেকে:
বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) বিভাগে কর্মরত প্রায় দুই শতাধিক পদোন্নতি প্রাপ্তিদের কয়েক জন বাংলাদেশীদের মাঝে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার আঙ্গারজুর গ্রামের মনসুর দুলাল ও সালেহা বেগমের ১ম সন্তান আব্দুল্লাহ আল মামুন ছিলেন এক জন । নিউইয়র্ক সিটি পুলিশে বিভাগের (এনওয়াইপিডি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি লাভ করেন তিনি।
২৮ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ ঘটিকার সময় নিউইয়র্ক পুলিশ একাডেমীতে জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে আব্দুল্লাহ আল মামুনের হাতে পদোন্নতির সার্টিফিকেট তুলে দেন পুলিশ কমিশনার কিসান্ত সিয়েল।
আব্দুল্লাহ আল মামুন ১৯৯৯ সালে অত্যন্ত ছোট বয়সে পাড়ি জমান যুক্তরাজ্যে । তার ইচ্ছা আক্ষাঙ্খা ও চরম অধ্যবসায়ের ফলে ২০১৬ সালে নিয়ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক ব্রাঞ্চে যোগদান করেন এবং মাত্র ৫ বছর পরে ট্রাফিক সুপারভাইজার সার্জেন্ট রেঙ্কের পদমর্যাদা লাভ করেন । আব্দুল্লহ আল মামুন এক সন্তান ও সহধর্মিণী সহ নিয়ইয়র্কের ব্রঙ্কসে বসবাস করেন ।
বিলাল উদ্দিন বলেন, প্রিয় আব্দুল্লহ আল মামুনের এই অর্জন এলাকার তরুণ প্রজন্মকে উৎসাহ প্রদান করবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি । সর্বোপরি আব্দুল্লাহ এর এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত । তার এই শুভ দিনে নিয়ইয়র্ক পুলিশ একাডেমীতে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি । সার্জেন্ট আব্দুল্লাহ তার কর্ম ক্ষেত্রে যেন সততা ও ন্যায় পরায়নতার মাধ্যমে এলাকা ও বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারেন এই প্রার্থনা করি । এছাড়াও সাত শতাধিক ট্রাফিক পুলিশ, অর্ধ শতাধিক ট্রাফিক সুপারভাইজার, স্কুল সেইফটি এজেন্ট, স্কুল ক্রসিং গার্ডসহ অন্যান্য ইউনিটে হাজারের বেশি বাংলাদেশি অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।