মোঃ মঈন-উল ইসলাম শাফিনঃ পবিত্র রমজান উপলক্ষে জুড়ীতে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইমাজিন ফাউন্ডেশন সিলেট।
২২ মার্চ সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় জায়ফর নগর ইউনিয়ন পরিষদের হলরুমে এক আলোচনা সভাশেষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের নবগঠিত জুড়ী উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ মতছিনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইমাজিন ফাউন্ডেশন সিলেট’র মহা সচিব ও প্রধান নির্বাহী মুন্সী শরীফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশন’র সিলেট বিভাগীয় সমন্বয়ক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ইমরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, ফাউন্ডেশন’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমন, মহৎজীবিলীগ জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাংগঠনিক।সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ফাউন্ডেশন’র জুড়ী উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
তাঁরা হলেন-সভাপতি ফারুক আহমেদ মতছিন, সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল মনাফ কুটি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ, সহ-সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেব নাথ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, অর্থ সম্পাদক বুলবুল রায়, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আরিফ হারুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মাহমুদ আকুল।
কার্যকরী সদস্য মোঃ ইমরুল ইসলাম, মোঃ আব্দুল কাদির, শামসুল ইসলাম, মোঃ আব্দুল হাকিম ইমন, সুভাস গোয়ালা, মোঃ নুরুজ্জামান ও সামছুল ইসলাম।
পরিশেষে অতিথিবৃন্দ দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।