ঢাকামঙ্গলবার , ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. চাকরি খবর
  9. জাতীয়
  10. টপ নিউজ
  11. তথ্যপ্রযুক্তি
  12. ধর্ম
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন

বৈরাগীবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  অনুষ্টান সম্পন্ন হয়েছে

পঞ্চবাণী অনলাইন ডেস্ক
আপডেট : এপ্রিল ১০, ২০২৩
Link Copied!

কোরআন প্রতিযোগিতা: কোরআনে কারিম মানব জাতির হেদায়েত, কল্যাণ, শান্তি ও পরকালীন মুক্তির নির্দেশনা। কোরআন তিলাওয়াতে মানুষের আত্মশুদ্ধি ঘটে, কোরআন মানুষকে উচ্চতর মর্যাদায় আসীন করে। কোরআনের জ্ঞান ও তার তিলাওয়াতের তাওফিক আল্লাহর অনন্য নিয়ামত। কারণ পবিত্র কোরআন মানুষকে সবচেয়ে সরল পথ দেখায়, তার ওপর আমলকারীদের জান্নাতের সুসবংবাদ দেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই এ কোরআন এমন একটি পথ দেখায়, যা সবচেয়ে সরল এবং যে মুমিনরা নেক আমল করে তাদের সুসংবাদ দেয় যে তাদের জন্য আছে মহাপুরস্কার। (সুরা বনি ইসরাঈল, আয়াত-৯)

বিয়ানীবাজারের বৈরাগীবাজারে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  অনুষ্টান সম্পন্ন হয়েছে। বৈরাগীবাজারের ইসলামী সংগঠন আলোর দিশারীর উদ্যোগে শনিবার (৮ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় জামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া বৈরাগীবাজার মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিয়ানীবাজার উপজেলাধীন মাদ্রাসার ছাত্ররা প্রতিযোগীতায় অংশগ্রহন করে।

ভাদেশ্বর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও আলোর দিশারী’র সভাপতি  কামরুজ্জামান মুহিত এর সভাপতিত্বে তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সিলেট এর সহকারী পরিচালক আলী হুসেন খান ইমন ও আলোর দিশারীর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এর যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট কলামিস্ট ও লেখক মাওলানা রুহুল আমিন সাদী।

বিশেষ অতিথি ছিলেন, বৈরাগীবাজার সিনিয়র আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ, মাহাদুল কোরআনিল কারিম সিলেট এর পরিচালক হাফিজ মাওলানা আহমদ মাহফুজ আদনান, জামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া বৈরাগীবাজার মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাওলানা জামিল আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা আবু তৈয়ুব, শাহেদ আহমদ, আব্দুল জলিল, ফয়ছল আহমদ চৌধুরী প্রমুখ।

প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে অংশগ্রহনকারী প্রতিযোগীদের বিচারকদের বিচার কার্যের মাধ্যমে বিজয়ী হয়েছেন। প্রথম স্থান অর্জন করেছে, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র রামিম আহমদ। দ্বিতীয় স্থান অর্জন করেছে, আলহাজ্ব বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ইয়াহইয়া আহমদ। তৃতীয় স্থান অর্জন করেছে, জামেয়া আঙ্গারজুর দারুসসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তামিম হোসেন নিশাত।

১৫ পারা গ্রুপে অংশগ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন: মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ চারখাই এর ছাত্র আরাফাত হোসেন নাহিদ, দ্বিতীয় স্থান অর্জন করেছে,হাজী গিয়াস উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আব্দুল হাকিম, তৃতীয় স্থান অর্জন করেছে, আলহাজ্ব  বদরুজ্জামান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নাহিদুল আলম নাহিদ।

৩০ পারা গ্রুপের প্রতিযোগীদের ১ম পুরস্কার ১২,০০০ টাকা,   ২য় পুরস্কার ৯০০০ টাকা এব্ং ৩য় পুরস্কার ৬,০০০ টাকা অনুরুপভাবে ১৫ পারা প্রতিযোগীদের  ১ম পুরস্কার ৮০০০ টাকা, ২য় পুরস্কার ৬০০০ টাকা এবং ৩য় পুরস্কার ৪০০০ টাকা প্রধান করা হয়েছে।

হিফজুল কোরআন প্রতিযোগীতায় যারা অর্থ দিয়ে সহযোগীতা করে আসছেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মাহবুবুর রহমান, শিপলু আহমদ, পারভেজ আহমদ, ইশতিয়াক আহমদ সায়েম, আব্দুল মুমিন, আলতাফ হোসেন। প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন, রুবেল আহমদ, ফ্রান্স প্রবাসী, এনায়েত রিপন, ফ্রান্স প্রবাসী, ফয়েজ আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী, সিদ্দিকুর রহমান, সৌদি প্রবাসী, ফয়েজ আহমদ, আফ্রিকা প্রবাসী,কামরুজ্জামান মুহিত, মাহবুবুল আলম।

কোরআন প্রতিযোগিতা বিশ্বের বিভিন্ন দেশে শীর্ষস্থান লাভ করে বাংলাদেশি প্রতিযোগীরা দেশকে বিশ্ব দরবারে গৌরবোজ্জ্বল করেছে। তাই বিশ্বের তরুণ ও যুব সমাজকে বেশি বেশি কোরআন তিলাওয়াত ও অধ্যয়নে মনোযোগী হতে হবে।

অনুষ্ঠানটির সার্বিক ব্যাবস্থাপনায় যারা ছিলেন, এসএম  মানিক, হাফিজ মুনসুর আলম, মাসুম আহমদ, ইমরান আহমদ, আবু সুফিয়ান তানজির, জহিরুল ইসলাম ইয়াহিয়া, শাবুল আহমদ, আব্দুর রাজ্জাক, মাও: তৈয়বুর রহমান, গোপাল দাস।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। এসময় আলোর দিশারীর প্রতিনিধিগন, ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন। আরো জানতে ভিজিট করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ  লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন   newsdeskpb@gmail.com   ঠিকানায়।