নিউজ ডেক্স: কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে মাঠে নামে দু’দল। ম্যাচের ২৫ মিনিটে মজিবর রহমান জনি গোল করে এগিয়ে নেন বাংলাদেশকে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। তবে স্রোতের বিপরীতে ম্যাচের ২৫ মিনিটে লিড নেয় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে বাড়ানো বলে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন জনি।
এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কম্বোডিয়া। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়ে হয়ে খেলতে থাকে কম্বোডিয়া। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। তবে গোল পেতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠে ছাড়া জামাল ভুঁইয়ারা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।