আলমগীর হোসেন কমলগঞ্জ,মৌলভীবাজার প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শ্রীমঙ্গল সেক্টর ও ৪৬ নং ব্যাটালিয়ান (৪৬ বিজিবি) এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জের দলই সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কুলাউড়ার চাতলাপুর সীমান্তে গরীব দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সীমান্ত ফাঁড়ি সংলগ্ন সীমান্তবর্তী অসহায় দু:স্থ্যদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করে ঔষধ বিতরণ করা হয়। বিকেল ৪টায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর সীমান্ত ফাঁড়ির সামনে অসহায় দরিদ্র ও দু:স্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। উদে¦াধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক ল্যা: কর্ণেল মিজানুর রহমান সিকদার, বিজিবি পরিচালক অপারেশন মেজর জাকির,মাধবপুর ইউপি চেয়ারম্যান মো: আসিদ আলী, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদান মো: সেলিম। পরে বিজিবি’র মেজর ডা: তানভীরের নেতৃত্বে একদল চিকিৎসক নিব্যাপী ৫৫০ জন লোককে বিনামূল্যে চিকিৎসা নেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। অন্যদিকে সোমবার বিকেলে ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন-এর ব্যবস্থাপনায় কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্তবর্তী ফাঁড়ির সামনে ১১০টি গরীব, দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।