ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখলে নিয়েছে রাশিয়া।
রুশ আক্রমণ থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ে ২৫ লক্ষাধিক শরণার্থী ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয় নিয়েছে পোল্যান্ডে।
শনিবার পোলিশ বর্ডার গার্ড এজেন্সি জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে প্রায় ১৬ লাখ শরণার্থী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
এক টুইট বার্তায় পোলিশ বর্ডার গার্ড এজেন্সি জানিয়েছে, শুক্রবার সীমান্ত অতিক্রমকারী লোকের সংখ্যা কমেছে। বৃহস্পতিবার থেকে দৈনিক হারে সাড়ে ১২ ভাগ কমে ৭৬ হাজার জনে দাঁড়িয়েছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকে ১৭ হাজার ৭০০ জন সীমান্ত অতিক্রম করেছে। যা শুক্রবার একই সময়ের মধ্যে ২৫ হাজার ৪০০ জন ছিল।
সূত্র: বিবিসি
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পঞ্চবানী.কম এ লিখতে পারেন আপনিও। খবর, ফিচার, ভ্রমন, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি, খেলা-ধুলা। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন newsdeskpb@gmail.com ঠিকানায়।